ফরিদপুরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি –র উদ্যোগে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১১ টায় ইনস্টিটিউট এর সম্মেলনকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি অধ্যক্ষ মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার , বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা । এসময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক যষ্টীপদ রায়, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোঃ নাসির, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিনিয়র ইনস্ট্রাস্টর এ এইচ এম নুরুন্নবী রাসেল, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ওয়াকসপ সুপারিনটেনডেন্ট তৌহিদ আনোয়ার ভূঁইয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সেমিনারে দুই শতাধিক বিভিন্ন পেশার শ্রমিক অংশ নেন।