মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে লায়ন্স চক্ষু হাসপাতাল ও লায়ন্স ক্লাব অব ফরিদপুরের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে শহরের আলিপুর এলাকায় অবস্থিত লায়ন্স চক্ষু হাসপাতালে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তরুন শিল্পপতি ও সমাজ সেবক ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিল পরিবারের কৃতি সন্তান চৌধুরী ফারিয়ান ইউসুফ ।
লায়ন্স চক্ষু হাসপাতাল ফরিদপুরের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার এটিএম শামসুল আলম মনির সভাপতিত্বে ও হাসপাতালের পরিচালক লায়ন মোস্তাফিজুর রহমান লাবলুর সঞ্চালনায় অনুষ্টানে লায়ন্স ক্লাবের কর্মকর্তাবৃন্দ ও ফরিদপুর জেলা জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আশা রোগীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্য জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেন, তারেক রহমানের ৩১ দফার নিশ্চিতকরণের লক্ষ্য তুলে ধরেন এবং তার পিতা বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সেবামূলক অবদানের কথা স্মরন করেন। তিনি মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সেবামূলক কাজের গতিকে আরও বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেন।
ফ্রি চক্ষু ক্যাম্পে ফরিদপুরের বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা পাঁচ শতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।