“গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাই, আমরা বাস মালিক ও শ্রমিকেরা বাঁচতে চাই। আমাদের বাঁচান।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ দাবি জানায় ফরিদপুরের জেলা মালিক- শ্রমিক ঐক্য পরিষদ। কয়েক শত শ্রমিক ও মালিক মানববন্ধন কর্মসূচি পালন করে তাদের এ দাবি তুলে ধরেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের গোয়ালচামট মহল্লায় অবস্থিত ফরিদপুর পৌর ব্যাসস্টান্ড্যের সামনে ঢাকা বরিশাল মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।
“লকডাউনে কর্মহীন হয়ে পড়া সড়ক পরিবহন শ্রমিকদের জন্য ত্রাণ, আর্থিক অনুদান বা ওএমএসএস পণ্য সরবারহ করা অথবা ২২শে এপ্রিল ২০২১ থেকে স্বাস্থ্যবিধি মেনে সর্বমোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণ পরিবহন চলতে দেয়ার দাবিতে’ এ কর্মসূচি পালন করা হয়।
আধা ঘণ্টার কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি সুদীপ কুমার সাহা, ফরিদপুর মটোর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির বক্তব্য দেন।
বক্তারা বলেন, লক ডাউনের নির্মম শিকারে পরিণত হচ্ছে বাস শ্রমিক ও মালিকরা। অধিকাংশ শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। এ অবস্থার অবসান না হলে পরিবহন খাতে চরম বিপর্যয় নেমে আসবে।
এ সময় অন্যদের মধ্যে জেলা বাস মালিক গগ্রুপের সাধারণ সম্পাদক আলী আহসানসহ বাস মালিক গ্রুপ ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।