সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, অভিযোগের ভিত্তিতে শনিবার ভোর রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন ও পল্লীবেড়া গ্রাম থেকে ‘বিকাশ প্রতারক চক্রের’ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে ৩২টি মোবাইল ফোন সেট, ৫৮টি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোনের সিম কার্ড উদ্ধার করা হয় বলেও তিনি জানান।
জামাল পাশা আরও বলেন, তাদের বিরুদ্ধে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় দুইটি মামলা দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ডিবি ওসি সুনীল কুমার কর্মকার উপস্থিত ছিলেন।