১৯৪৫ সালের পূর্বে বৃটিশ সরকারের সশস্ত্র বাহিনীতে কর্মরত বৃহত্তর ফরিদপুরের ৮ প্রাক্তন অবসর প্রাপ্ত সদস্য ও তাদের বিধবা স্ত্রীদের হাতে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রয়্যাল কমনওয়েলথ এক্স সার্ভিস লিগ (আরসিইএল) এর আর্থিক সহযোগীতায়,ফরিদপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ড এই অনুদানের চেক বিতরন করেন।
সোমবার সকাল ১১ টায় ফরিদপুর শহরের গোপালপুরে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড অফিসে প্রাক্তন সদস্যর স্বজনদের হাতে এই অনুদানের চেক তুলে দেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাব বোস।
এ সময় অনুদান প্রাপ্তদের স্বজনগন এবং ফরিদপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোঃ লিয়াকত হোসেনসহ কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোঃ লিয়াকত হোসেন জানান, বৃটিশ সরকারের সশস্ত্র বাহিনীতে কর্মরত বৃহত্তর ফরিদপুরের বর্তমানে ৮ প্রাক্তন সদস্য ভাতা পাচ্ছেন । ৮ জনের মধ্যে একজন জীবিত আছেন,বাকি ৭জন মুত্যুবরন করেছেন, যারা মৃত্যুবরন করেছেন তাদের জীবিত (৭০ বছরের উর্দ্ধে যাদের বয়স) বিধবা স্ত্রীগন ভাতা পাচ্ছেন । আজ প্রতি সদস্য ৩২ হাজার ২৭ টাকার ভাতা পাচ্ছেন । জীবিত একজন নিয়মিত ভাতার পাশাপাশী চোখের চিকিৎসা বাবদ আরো ১৩ হাজার ১৮ টাকা অতিরিক্ত অনুদান পাচ্ছেন। এই অর্থ কমনওয়েলথ এক্স সার্ভিস লিগ (আরসিইএল) প্রদান করছেন।
উল্লেখ্য সারা বিশ্ব ৪৮টি কমনওয়েলথ দেশে মোট ৪০ হাজার সদস্যের মধ্যে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে ।