ফরিদপুর জেলা যুবমহিলা লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মগিফরাত কামনা করে দরিদ্র ও দুঃস্থ্য মানুষের মাঝে খাবার বিতরন করা হয়েছে।

মঙ্গলবার রাতে জেলা যুব মহিলালীগ এর আহবায়ক রুখসানা আহমেদ মেহেবীর নেতৃত্বে শহরের পুরাতন বাসষ্টান্ড ও মহিম স্কুলের মোড় এলাকায় দুই শতাধিক ছিন্নমুল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়। এসময় জেলা যুবমহিলা লীগের যুগ্ন আহবায়ক কাকলি দাস,যুগ্ন আহবায়ক রুমানা খান আহবায়ক কমিটির সদস্য রুনা বেগম, আসমা আক্তার আন্নি, লতা আক্তার, এ্যাডভোকেট সম্পা চক্রবর্তী, মোরশেদা বেগম, শিক্ষাবিদ সাবিনা লুচি , উম্মে তাসনিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।