ফরিদপুরে আজ বুধবার তৃতীয় দিনের মত চলছে লকডাউন। কঠোর লকডাউনের মাঝেও করোনা আক্রান্তে রেকর্ড করেছে ফরিদপুর।
বুধবার জেলার স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুযায়ী ২১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন, সম্প্রতিকালে সর্বোচ্চ।
অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরো ১ জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ২০৯ জনে।
পুলিশ জানিয়েছে, মানুষে চলাফেরা নিয়ন্ত্রনে পৌরসভার প্রবেশ পথের ২৩টি জায়গায় চেকপোস্ট কসানো হয়েছে। এ সকল প্রবেশ পথে পুলিশ বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আইন শৃঙ্খলা বিহিনীর সদস্যরা প্রতিনিয়ত পৌর এলাকায় টহল দিচ্ছে।
স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রশাসন ছিলো বেশ কঠোর। পৌর এলাকার বিভিন্ন চেক পয়েন্টে জেলা প্রশাসনের নিবৃআহী ম্যাজিষ্ট্রেটের নজরদালি ছিলো চোখে পরার মতো। এসময় সরকারী বিধি নিষেধ অমা্ন্যকারীদের বিভিন্ন অঙ্কের অর্থদন্ড প্রদান করা হয়।