কোভিড ১৯ ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণ ঠেকাতে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে ফরিদপুরে কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিন মঙ্গলবারও পুলিশের কড়া নজরদাড়িতে সবাত্মক লক ডাউন চলছে। রাস্তায় কেউ বের হলেই পুলিশ তার যৌক্তিক কারন জানতে চাইছেন, অনেকেই ফিরিয়ে দিচ্ছেন এবং জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করছেন। সেনাবাহিনী,র্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্যদেরকেও শহরে টহল দিতে দেখা গেছে।
এদিকে আজও করোনায় ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানায়, পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭৬ টি, এর মধ্যে শনাক্ত হয়েছে ১৬৩জন।এই সময়ে করোনায় ও উপসর্গ নিয়ে মারা গেছে ১২ ব্যক্তি।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ১২ ব্যক্তির মৃত্যু হয়েছে। অদ্যবদি ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার সাতশ ৬৩জন, আর মৃত্যু বরণ করেছেন ২৩৫ জন। #