প্রাকটিক্যাল এ্যাকশন ফরিদপুর পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে পয়:বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রকল্পের আওতায় শহরের পশ্চিম খাবাসপুর ভাঙ্গারী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেডের (নিবন্ধন নং- ফরিদপুর-১৭৬) এর সদস্য মো: শহিদুল রহমান সম্প্রতি মৃত্যুবরণ করায় তার নমিনি হিসেবে তার সহধর্মীনি ফিরোজা বেগমের হাতে ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে গ্রহীতা ফিরোজা বেগমের হাতে চেক তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এসময় কর্মজীবী নারীর আহবায়ক আসমা আক্তার মুক্তা, প্রাকটিক্যাল এ্যাকশন প্রতিনিধি মো: আলামিন, পশ্চিম খাবাসপুর ভাঙ্গারী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেডের সভাপতি মো: ইউনুস আলী বিশ্বাস সহ ৯টি সমবায় সমিতির সভাপতি, সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাক্যটিকাল এ্যাকশন ফরিদপুর পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে পয়:বর্জ্যের আধুনিক সেবা নিশ্চিত করনের পাশাপাশি বর্জ্য ও স্যানিটেশন খাতে নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের উন্নত ও মর্যাদাপুর্ণ জীবন নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে পৌরসভায় বর্জ্য ও পরিচ্ছন্নতাকর্মীদের মোট সমিতি সংখ্যা ৯টি এযখানে ৩৭৮ জন সদস্য রয়েছে যারা কোন না কোনভাবে বর্জ্য ব্যবস্থাপনার কাজের সাথে জড়িত। তারা সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধিত ৯টি প্রতিষ্ঠান। সমিতির মাধ্যমে তারা নিজেরা নিজেদের মধ্যে বিভিন্ন ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা কার্যক্রমও পরিচালনা করছেন। ৩৭৮ জন সদস্য প্রাকটিক্যাল এ্যাকশন এর সহযোগিতায় ডেলটা লাইফ ইন্সুরেন্স সোশ্যাল সিকিউরিটি স্কিম (এসএসএস) এর আওতায় আসে।
যেখানে তারা প্রতিজন বছরে ৭৫ টাকার বিনিময়ে মৃত্যুকালীন ২৫ হাজার টাকা পাবেন। এর ধারবাহিকতায় ফিরোজা বেগমের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।