ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি শেষে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ভিপি মাসুক। তিনি অবিলম্বে জুয়েল ও সবুজের মুক্তি দাবি করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে জেলা স্বেচ্ছাসেবক দল দুস্থদের মাঝে খাবার বিতরণ করে। এ সময় জুলফিকার হোসেন জুয়েল ও মাহফুজুর রহমান সবুজসহ জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক-বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাফিজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসানুর রহমান মৃধা, বিএনপি নেতা মাহমুদ কলি, দিলদার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, খাবার বিতরণ শেষে দুই নেতাকে গ্রেফতার করা হয়। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল বলেন, ফেব্রুয়ারি মাসে দায়েরকৃত একটি মারামারির মামলার এজাহারনামীয় আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
শিরোনাম
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল গ্রেফতার
-
মাহবুব পিয়াল
- Update Time : ১২:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- ২৭৩ Time View
Tag :
জনপ্রিয়