ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ কমপ্লেক্স ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান বিপিএম(সেবা)।
শনিবার বেলা সাড়ে ১১টার সময় কোতয়ালী থানার পাশে আধুুনিক সুবিধা সম্মত তিন তলা বিশিষ্ট পুলিশ কমপ্লেক্স এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মোঃ জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোঃ তরিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার অফিসার ইনর্চাজ এম এ জলিল, টিআই তুহিন লস্কর, পুলিশ পরিদর্শক গাফফার হোসেন, মোঃ খায়ের ও উপপরিদর্শক বেলাল হোসেনসহ পুলিশের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।