বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হাসান খান নিখিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
ঘোষণা মোতাবেক ২১ সদস্য হলো:
আাহবায়ক : জিয়াউল হাসান মিঠু
যুগ্ম আহবায়ক:
১)মেহেদী হাসান শামীম তালুকদার
২)খান মো: শাহ সুলতান রাহাত
সদস্য বৃন্দ
১)মোহাম্মাদ তাওফিক হোসেন পুচ্চি
২) লাভলু মুন্সী
৩) সৈয়দ আলি আশরাফ পিয়ার
৪)মাহফুজ আহমেদ হিমেল
৫)মাহমুদ রাজু খান
৬)গোবিন্দ চন্দ্র বিশ্বাস
৭)আলী আজগর মানিক
৮) খন্দকার ওবায়দুর রহমান মামুন
৯)শওকত হোসেন মুকুল
১০) মোঃ সেলিম উজ জামান লিটু
১১) তানভির কামাল সাব্বির
১২) খায়রুল বাসার
১৩) শরিফুল হাসান প্লাবন
১৪) দাউদ উজ জামান
১৫) জুয়েল খান
১৬) মোঃ শফিকুল ইসলাম আজাদ
১৭) ইতমাম হাসিন চৌধুরী
১৮) মোঃ শহিদুল ইসলাম জাহিদ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফরিদপুর জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট ঘোষিত আাহবায়ক কমিটি ৬ মে ২০২১ হতে পরবর্তি ৯০ দিন বহাল থাকবে এবং উল্লেখিত এই সময়ের মধ্যে সকল শাখার সম্মেলন আয়োজন করে জেলা শাখার সম্মেলন আয়োজন সম্পন্ন করবে।