ফরিদপুর মেডিকেল কলেজ এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নামকরণ বুধবার থেকে কার্যকর হয়েছে।
বিকেল ৪টার দিকে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক সাংসদ আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন নামকরনের ফলক উম্মোচনকরেন।

এর আগে ওই কলেজের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন আব্দুর রহমান। কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাব বোস প্রমুখ।
কলেজের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনের কর্মসূচি গ্রহণ করে কলেজ কর্তৃপক্ষ।
কর্মসূচির মধ্যে ছিল অ্যালামনাইদের সাথে অভ্যর্থনা কমিটির সাক্ষাৎ ও কিটস বিতরণ, বুধবার গতকাল সকাল ১০টায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও কেক কাটা, জাতীয় পতাকা উত্তোলন, প্রতি ব্যাচের পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে দেওয়া, অ্যালমনাইদের ব্যাচভিত্তিক আড্ডা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যালামনাই এসোসিয়েশনের এজিএম ও কলেজ কর্তৃপক্ষের সাথে পরিচিতি, একক সংগীত সন্ধ্যা ও ব্যান্ড শো।
প্রসঙ্গত, গত ১৮ই ফেব্রুয়ারি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ করলজ ও হাসপাতালের এ নতুন নামকরণের অনুমোদন চেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর কাছে আবেদন করেন।
গত ১২ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এ প্রস্তাবের অনুমোদন দেন।