ফরিদপুর সদরপুর উপজেলার প্রবীন রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃআবুল হাসেম খান আওয়ামী লীগ আজ দুপুর ১২:৪৫ মিনিটে নিজ বাসভবন খান ভবনে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ দিন তিনি ব্রেইন স্ট্রোককরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ আসর খানবাড়ি পাঙ্গনে তার নামজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সদরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হাসেম খানকে রাষ্ট্রীয় মর্যাদায় খানবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম খানের মৃত্যুতে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল ফকিরসহ এলাকার রাজনীতিবিদ, সুশিল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।