ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ১৬ সেপ্টেম্বর ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা তরুণরা জেগে উঠলে কোনো শক্তি দমিয়ে রাখতে পারে না: প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুরে অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আন্দোলনরতদের সাথে ব্যাপক সংঘর্ষ, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর-আগুন পিআর পদ্ধতি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা ফরিদপুরের ব্যবসায়ী খান মাহবুব এর ৫ম মৃত্যু বার্ষিকী আজ ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে ১৬টি ভবন ধ্বংস করেছে, নিহত ৫৩

ফরিদপুর সেভ হোমে শৈশব কাটিয়ে ১২ বছর পর মুক্তি পেল তরুণী

১২ বছর আগে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ খুঁজে পান ১০ বছরের এক মেয়ে শিশুকে। শিশুটি হারিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছিল। তাকে পুলিশ উদ্ধার করে নাম ঠিকানা জানার চেষ্টা করলেও শিশুটি তা বলতে পারনি।

পুলিশ সাধ্যমত শিশুটির পরিবারকে খোঁজার চেষ্টা করে ব্যর্থ হয়ে শিশুটির ছদ্মনাম ‘কুমু’ দিয়ে একটি নিখোঁজ ডায়রি করে গত ২০১০ সালের ১ এপ্রিল। পরে আদালত শিশুটিকে  ফরিদপুর জেলা সমাজসেবার সেফ হোমে পাঠান।

সেই থেকেই ফরিদপুরের সেফ হোমই ছিল তার জীবন। সে তার বাবা-মার নাম পরিচয় তার আর মনে করতে পাড়েনি। সেখানেই বেড়ে উঠতে থাকে কুমু।

এমন সময় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ফরিদপুর ইউনিট জানতে পার কুমুর বিষয়ে।

ব্লাস্টের আইনজীবী অর্চনা দাস নেমে পড়েন কুমুর জন্য কিছু করার জন্য। প্রায় ৫ মাস ধরে কুমুকে কাউন্সিনিং করতে থাকেন তিনি। জানতে চেষ্টা করেন তার শৈশব থেকে কৈশরে উত্তীর্ণ হওয়া কুমুর অতীত। তাতে ব্যর্থ হন তিনি। তিনি লক্ষ করেন কুমু এখন অনেকটাই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। তিনি অনুভব করেন কুমুর একটি পরিবার দরকার। শুরু হয় খোঁজ।

অবশেষে সমাজসেবার গাজীপুরের এক উপ-তত্বাবধায়ক তার দায়িত্ব নিতে রাজি হন। তিনি ফরিদপুরে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তাই তিনি কুমুর সম্পর্কে অনেক গভীর থেকেই অবগত।

অর্চনা দাস বলেন, সোমবার (১৮ এপ্রিল) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালত শফিকুল ইসলাম কুমুর জবানবন্দি নেন। কুমু এখন প্রাপ্ত বয়স্ক। কুমু সেই পরিবারের সাথে থাকার বিষয়টি আদালতে  স্বীকার করেন। তার দায়িত্ব নেবার বিষয়টি নিশ্চিত হবার পর আদালত কুমুকে নিজ জিম্মায় মুক্ত করেন।

অর্চনা দাস বলেন, ঐ কর্মকর্তা দেলোয়ার হোসেন কুমুকে তার পরিবারে বাচ্চাদের দেখভাল করার কাজ করবেন ও তার বাড়িতেই থাকবেন।

ব্লাস্টের জেলা সমন্বয়কারী শিপ্রা গোস্বামী বলেন, বন্দীদশায় শৈশব কাটিয়ে কুমু এখন মুক্ত। তিনি এখন পরিপূর্ণ তরুনী। তিনি এখন অনেকটাই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। ঠিকানা, পিতামাতা কারো কথাই সে বলতে পারেনা। মুক্ত হয়ে আজ সে প্রায় প্রতিক্রিয়াহীন। আমাদের সমাজে কুমুরা প্রজাপতির মতো রঙিন ডানা মেলে ঘুরে বেড়াক নির্যাতনমুক্ত এবং বৈষম্যহীন পৃথিবীতে সেই প্রত্যাশা আমার।

গাজীপুর সমাজসেবা কার্যালয়ের কিশোর উন্নয়ন কেন্দ্র এর উপ-তত্বাবধায়ক মো. দেলোয়ার হোসেন বলেন, আমার পরিবারে বাচ্চাদের জন্য  একজন সাহায্য কারী প্রয়োজন ছিল।

তিনি আরো বলেন, কুমু পরবর্তীতে নিরাপদ স্থানে বা চাকুরী পেলে বা বিবাহ করে স্বাধীন ভাবে নিজের মত করে জীবন কাটাতে পারবে।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম আলী আহসান বলেন, কুমু আজ থেকে স্বাভাবিক জীবন কাটাতে পারবেন। সে তার জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন।

তিনি আরো বলেন, আমাদের সেভহোমে আরো অনেক প্রাপ্ত বয়স্ক তরুনীরা আছেন। তাদের ব্যপারেও আদালতের দৃষ্টি আকর্ষণ করছি।

Tag :
জনপ্রিয়

এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুর সেভ হোমে শৈশব কাটিয়ে ১২ বছর পর মুক্তি পেল তরুণী

Update Time : ১০:১৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২

১২ বছর আগে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ খুঁজে পান ১০ বছরের এক মেয়ে শিশুকে। শিশুটি হারিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছিল। তাকে পুলিশ উদ্ধার করে নাম ঠিকানা জানার চেষ্টা করলেও শিশুটি তা বলতে পারনি।

পুলিশ সাধ্যমত শিশুটির পরিবারকে খোঁজার চেষ্টা করে ব্যর্থ হয়ে শিশুটির ছদ্মনাম ‘কুমু’ দিয়ে একটি নিখোঁজ ডায়রি করে গত ২০১০ সালের ১ এপ্রিল। পরে আদালত শিশুটিকে  ফরিদপুর জেলা সমাজসেবার সেফ হোমে পাঠান।

সেই থেকেই ফরিদপুরের সেফ হোমই ছিল তার জীবন। সে তার বাবা-মার নাম পরিচয় তার আর মনে করতে পাড়েনি। সেখানেই বেড়ে উঠতে থাকে কুমু।

এমন সময় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ফরিদপুর ইউনিট জানতে পার কুমুর বিষয়ে।

ব্লাস্টের আইনজীবী অর্চনা দাস নেমে পড়েন কুমুর জন্য কিছু করার জন্য। প্রায় ৫ মাস ধরে কুমুকে কাউন্সিনিং করতে থাকেন তিনি। জানতে চেষ্টা করেন তার শৈশব থেকে কৈশরে উত্তীর্ণ হওয়া কুমুর অতীত। তাতে ব্যর্থ হন তিনি। তিনি লক্ষ করেন কুমু এখন অনেকটাই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। তিনি অনুভব করেন কুমুর একটি পরিবার দরকার। শুরু হয় খোঁজ।

অবশেষে সমাজসেবার গাজীপুরের এক উপ-তত্বাবধায়ক তার দায়িত্ব নিতে রাজি হন। তিনি ফরিদপুরে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তাই তিনি কুমুর সম্পর্কে অনেক গভীর থেকেই অবগত।

অর্চনা দাস বলেন, সোমবার (১৮ এপ্রিল) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালত শফিকুল ইসলাম কুমুর জবানবন্দি নেন। কুমু এখন প্রাপ্ত বয়স্ক। কুমু সেই পরিবারের সাথে থাকার বিষয়টি আদালতে  স্বীকার করেন। তার দায়িত্ব নেবার বিষয়টি নিশ্চিত হবার পর আদালত কুমুকে নিজ জিম্মায় মুক্ত করেন।

অর্চনা দাস বলেন, ঐ কর্মকর্তা দেলোয়ার হোসেন কুমুকে তার পরিবারে বাচ্চাদের দেখভাল করার কাজ করবেন ও তার বাড়িতেই থাকবেন।

ব্লাস্টের জেলা সমন্বয়কারী শিপ্রা গোস্বামী বলেন, বন্দীদশায় শৈশব কাটিয়ে কুমু এখন মুক্ত। তিনি এখন পরিপূর্ণ তরুনী। তিনি এখন অনেকটাই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। ঠিকানা, পিতামাতা কারো কথাই সে বলতে পারেনা। মুক্ত হয়ে আজ সে প্রায় প্রতিক্রিয়াহীন। আমাদের সমাজে কুমুরা প্রজাপতির মতো রঙিন ডানা মেলে ঘুরে বেড়াক নির্যাতনমুক্ত এবং বৈষম্যহীন পৃথিবীতে সেই প্রত্যাশা আমার।

গাজীপুর সমাজসেবা কার্যালয়ের কিশোর উন্নয়ন কেন্দ্র এর উপ-তত্বাবধায়ক মো. দেলোয়ার হোসেন বলেন, আমার পরিবারে বাচ্চাদের জন্য  একজন সাহায্য কারী প্রয়োজন ছিল।

তিনি আরো বলেন, কুমু পরবর্তীতে নিরাপদ স্থানে বা চাকুরী পেলে বা বিবাহ করে স্বাধীন ভাবে নিজের মত করে জীবন কাটাতে পারবে।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম আলী আহসান বলেন, কুমু আজ থেকে স্বাভাবিক জীবন কাটাতে পারবেন। সে তার জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন।

তিনি আরো বলেন, আমাদের সেভহোমে আরো অনেক প্রাপ্ত বয়স্ক তরুনীরা আছেন। তাদের ব্যপারেও আদালতের দৃষ্টি আকর্ষণ করছি।