একশনএইড বাংলাদেশ ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় অর্থ বাজেট ২০২১-২২ এ যুবদের জন্য বরাদ্দ নিয়ে প্রাক বাজেট ভার্চুয়াল সংলাপ শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২ টা পযর্ন্ত অনুষ্ঠিত হয়েছে। একশন এইড বাংলাদেশ ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দেশের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও যুবদের সাথে “জাতীয় বাজেট ২০২১-২২ এ যুব খাঁতে বরাদ্দ বৃদ্ধি, যুবদের জন্য বিশেষ বরাদ্দ, বেকার ভাতা প্রদান ও উদ্যোক্তাদের সহজে ঋণ প্রদান সহ বিভিন্ন দাবী নিয়ে আলোচনা হয় ভার্চুয়াল সভায়। এই আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও এসএম শাহজাদা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সায়েদা রুবিনা আক্তার, সাবেক সচিব ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান হেদায়াতুল্লাহ আল মামুন, সাবেক বিসিসিআই সভাপতি ও বর্তমান চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের-বাপা এর যুগ্ম সচিব ইকবাল হাবীব, একশনএইড বাংলাদেশ এর ম্যানেজার নাজমুল আহসান, আবরার হোসেইন সায়েম- পরিচালক সায়েম গ্রুপ, অধ্যাপক এমএম আকাশ, তানভীর হাসান সৌরভ- সিইও সোসিয়ান লিমিটেড, শুক্লা সারয়ার সিরাত- মহাসচিব গুলশান সোসাইটি, অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, আক্তার উদ্দিন- প্রধান ইউএনভি বাংলাদেশ, অধ্যাপক শাহ্ আজম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সহ আরও অনেকে। ফরিদপুর থেকে ভার্চুয়াল সংলাপ অংশ নেনধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মো: সোহানুর রহমান সাধারন সম্পাদক মো: নাজমুল হাসান ফাহিম ও সাংগঠনিক সম্পাদক রাজিব খন্দকার। এই সভায় আলোচকদের আলোচনায় উঠে আসে জাতীয় বাজেট ২০২১-২২ নিয়ে বিভিন্ন প্রস্তাবনা- ১। যুব খাঁতে বাজেট বৃদ্ধি। ২। উদ্যোক্তাদের জন্য ঋণ সহজীকরণ ও বিশেষ বরাদ্দ ৩। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্যাকেজ ৪। ইন্টারনেট এর দাম কমানো ও সেবার মান বৃদ্ধি ৫। কৃষি খাঁতে বরাদ্দ বৃদ্ধি ও পণ্যের ন্যায্য মূল্য প্রদান ৬। শিক্ষা খাঁতে বরাদ্দ বৃদ্ধিসহ মান উন্নয়ন ৭। জাতীয় যুব কাউন্সিল গঠন ৮। সবার জন্য খাদ্য নিশ্চিতে খাদ্য অধিকার আইন প্রণয়ন ৯। পিছিয়ে পরা জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ ১০ যুব ব্যাংক প্রতিষ্ঠা ১১। বেকার ভাতা প্রদান ১২ পরিবেশ ও জলবায়ু খাঁতে বাজেট বৃদ্ধি ও টেকসই উন্নয়ন। বিশেষ এই আয়জনে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়্যুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিয় প্রাপণ চক্রবর্তী অর্ক। বিশেষ এই আলোচনা সভায় অংশ নেন নীতিনির্ধারক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ যুব সদস্যরা।
শিরোনাম
যুবদের জন্য বরাদ্দ নিয়ে একশনএইড বাংলাদেশ ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট এর প্রাক বাজেট ভার্চুয়াল সংলাপ
-
মাহবুব পিয়াল
- Update Time : ০৫:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- ২৭২ Time View
Tag :
জনপ্রিয়