রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। শতাংশের হিসেবে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৬৭ শতাংশে। গতকাল শনিবার এর হার ছিলো ৩৮ দশমিক ৩৪ শতাংশ। গত এক সপ্তাহে এই হার ছিল ৪০ শতাংশের আশেপাশে।
রোববার (১৩ জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৪১ জনের করোনা টেস্ট করা হয়েছে। যাদের মধ্যে ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে ছয় জন করোনা পজিটিভ হয়ে মারা গেছেন বাকিদের শরীরে ভাইরাসের উপসর্গ ছিলো।
মৃতদের মধ্যে সাত জনের বয়স ৬০ বছরের এর নিচে এবং ছয় জনের বয়স ৬০ বছরের বেশি।