রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন
৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ

অমিতাভ বোসের নির্বাচনী পথসভা মঙ্গলবার সন্ধ্যায় শহরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে অনুষ্ঠিত

মো: সাইফুদ্দীন জুয়েল
  • Update Time : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২০৫ Time View

আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুর পৌরসভা নির্বাচনে আ.লীগ সমর্থিত মেয়র প্রার্থী অমিতাভ বোসের নির্বাচনী পথসভা মঙ্গলবার সন্ধ্যায় শহরের  ঐতিহাসিক অম্বিকা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। ২০ ও ২১  ওয়াড আওয়ামীলীগ যৌথভাবে এ পথসভা আয়োজন করে। ২০ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামসুল বারী সানুর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আ.লীগ নেতা এ কে আজাদ , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ঝর্না হাসান, সাবেক কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেন, মহিলা সম্পাদক আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখা আইভি মাসুদ, বর্তমান পৌরসভা মেয়র শেখ মাহতাব আলী মেথু সহ  জেলা আ.লীগ ও স্থানীয় নেতৃবৃন্দ।

অতিথি বৃন্দ বলেন, সারাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের ধারা চলামান রয়েছে, সেটাকে সমুন্নত রাখতে আ.লীগ মনোনিত প্রার্থী অমিতাভ বোসকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। ফরিদপুর পৌরসভার উন্নয়ন নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাইকে অমিতাভ বোসকে ভোট দেওয়ার আহবান জানান তারা।

এসময় মেয়র প্রার্থী অমিতাব বোস বলেন, আমি চেয়ারের ভক্ষক নয়, রক্ষক হতে চাই। নাগরিক জীবনের সকল সমস্যা নিরসনে সময় উপযোগী উদ্যোগ নিয়ে সমাধান করতে চাই।

উল্লেখ্য আগামী ১০ ই ডিসেম্বর দীর্ঘ ৯ বছর পর ফরিদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে অমিতাভ বোস আওয়ামী লীগের সমর্থন পেয়ে নৌকা প্রতিকে নির্বাচন করছে।

 

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102