ফরিদপুরে ৫৮০টি ইয়াবা বড়িসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই দুই তরুণ হলেন, গোলডাঙ্গীর রবিউল্লা বেপারী পাড়া গ্রামের মো: রুবেল শেখ (২৫) ও রহমান ফকির পাড়া গ্রামের মো: আমিরুল শেখ (২০)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আবদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় চারটি সীমকার্ডসহ দুটি মুঠোফোন জব্দ করা হয়। তিনি বলেন, এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।