ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের পিঠাকুমড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানপাঠ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। শুক্রবার দুপুরে তিনি ঐ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।
এ সময় কোতয়ালী থানা বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী পংকজ, ঈশানগোপালপুর ইউনিয়ন বিএপির সভিপতি শহীদ পারভেজ ডাফরিন, মাচ্চর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেমায়েত সরদার, কোতয়ালী থানা বিএনপির যুগ্ম সম্পাদক শেরশাহ, কোতয়ালী থানা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ জুন দিবাগত রাত আনুমানিক ১টার দিকে অগ্নিকান্ডের ঘটনায় ডাল ব্যবসায়ী সুবল সাহা, নির্মল সাহা, মতি মল্লিক, এনায়েত মল্লিক, ইসরাম মল্লিক, মজিবর মল্লিকের দোকানসহ মোট ২০ টি দোকান ও দোকানের মালামাল পুড়ে ছাই হযে যায়। এ অগ্নিকান্ডে কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে দোকান ব্যবসায়ীরা জানিয়েছে।