খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৮ জন করোনায় ও তিনজনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে।
শনিবার সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেড জোনে ৮ জনের এবং ইয়েলো জোনে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। আর আইসিইউতে রয়েছেন ১৯ জন।
আজ সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে প্রায় পৌনে দুইশ’ রোগী চিকিৎসাধীন রয়েছে।