ফরিদপুরের নগরকান্দায় চার কেজি গাঁজাসহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে উপজেলার যশোরদী ইউনিয়নের দহিসারা গ্রাম থেকে ওই ব্যাক্তিকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। সোমবার তাকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই ব্যাক্তির নাম মনির মোল্লা (২৬)। তিনি উপজেলার চর যশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানা, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযান কালে ওই ব্যক্তির বাড়ি তল্লাশি করে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ওই গাঁজা জব্দ ও তাকে গ্রেপ্তার করা হয়।