ফরিদপুর ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় করোনা সনাক্ত রোগিদের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী ও ঔষুধ পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন উল্লেখিত উপজেলাগুলো নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র দলীয় সাংসদ ও যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী।
গত শুক্রবার ভাঙ্গা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এ কাজে নিয়োজিত বিতরণ টিমের ভাঙ্গা উপজেলা সমন্বয়ক প্রভাষক হেদায়েত হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তালিকা নিয়ে করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে যুবলীগের ব্যানারে সাংসদ নিক্সন চৌধুরীর উপহার পৌঁছে দিচ্ছি।
তিনি আরও বলেন, ভাঙ্গায় করোনা সনাক্ত ৬৪ জনের একটি তালিকা পাওয়া গেছে উপজেলা কমপ্লেক্সের মাধ্যমে। ওই তালিকার ৩৯ জনকে গত শুক্রবার ও ২৫ জনকে আজ শনিবার বাড়িতে বাড়িতে গিয়ে সাংসদের উপহার সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়।
এ উপহার সামগ্রীর ভিতরে রয়েছে তিন কেজি মালটা, এক কৌটা হরলিক্স, এক প্যাকেট গ্লুকোজ, এক ডজন কাগজী লেবু এবং করোনার পাঁচ ধরনের ঔষধ।
শনিবার সদরপুরে ২৮ জন করোনা সনাক্ত রোগীর বাসায় উল্লেখিত খাবার ও ঔষধ পৌঁছে দেওয়া হয়। এ কাজে সমন্বয়ক হিসেবে কাজ করেন নিক্সন চৌধুরীর যুব সংগ্রাম পরিষদের সভাপতি সেলিম ব্যাপারী।
চরভদ্রাসন আগামী সোমবার সাংসদের পক্ষে উল্লেখিত সামগ্রী করেনা সনাক্তদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য গত শুক্রবার আজিমনগর ইউনিয়নের ব্রাক্ষণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন সাংসদ নিক্সন।
এ কার্যক্রম উদ্বোধনকালে সাংসদ নিক্সন বলেন, “করোনাকালিন এই দূর্যোগে আক্রান্ত সকলের খোজ খবর নেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাদের সাহস দিতে হবে, সহযোগিতা করতে হবে।’