ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমালের মাসহ দুই নারী ও এক পুরুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।এর আগে ২৮ জুন আরো তিন নারী করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। বিষযটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, বোয়ালমারী পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের ছোট কামারগ্রামের বাসিন্দা রিনা বেগম (৫৫) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সকালে মারা যান। তিনি বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তজা আলী তমালের মা ও কামার গ্রামের সৈযদ আব্দুল মান্নানের স্ত্রী।
এ্কই দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছোলনা গ্রামের মো : আব্দুর রহমান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৭০) নামে এক নারী উপজেলা শেখর ইউনিয়নের গঙ্গাধর গ্রামের বোনের বাড়িতে মারা যান। ওই দিন বিকালে পৌরষবার ৬ নম্বর ওয়ার্ডের আঁধাকোঠা গ্রামের আবুল কাশেম কাজীর মেয়ে করোনায় আক্রান্ত হয়ে ঢরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।নেই থেকে কাশেম কাজীর পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত বলে পারিবারিক সূত্রে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মবর্তা ডা. খালেদুর রহমান জানা, বোয়ালমারী উপজেলায় বর্তমানে ১৯০ জন করোনা রোগী হাসপাতালের তত্ত্বাবধানে নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৯ ও ২৯ জুন পাঁচ নারী করোনা রোগীকে উন্নত চিকিৎসার জনৌ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে বলে তিনি জানান। তবে সকলকে মাক্স পরার প্রতি গুরুত্ব দিতে অনুরোধ করেন।