ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের প্রবীন সমাজসেবক আলহাজ¦ আদম আলী খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। বৃহস্পতিবার সকাল ১০টায় তার ফরিদপুর শহরের উত্তর কমলাপুর খানবাড়ি সংলগ্ন উত্তর কমলাপুর জামে মসজিদে ২য় নামাজে জানাজা শেষে কমলাপুর মাটিয়া গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে সকাল ৯টায় তার প্রথম নামাজে জানাজা গ্রামের বাড়ি গোলডাঙ্গি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
মরহুম আদম আলী খানের রড় সন্তান প্রবাসী ব্যবসায়ী আব্দুস সাত্তার খান জানান, নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গির চরের নিজবাড়ি খান বাড়িতে বুধবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার পিতা মৃত্যুবরন করেন। এছাড়াও কিছুদিন আগে তার একটি হার্নিয়া অপারেশন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ২ মেয়ে,নাতি,নাতনীসহ বহু আত্মিয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আলহাজ¦ আদম আলী খান এর মৃত্যুতে এলাকায় শেকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাকসহ অনেক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।