ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ মো. আব্দুর রহমান।
মঙ্গলবার দুপুর১২টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালেদুর রহমানের হাতে আব্দুর রহমানের পক্ষে এগুলো হস্তান্তর করেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসব সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার ও অক্সিজেন কনসেনট্রেটর, মাস্ক, হ্যান্ডস্যানেটাইজার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, আইন বিষয়ক সম্পাদক জালাল আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল খায়ের, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির বন ও পরিবেশ বিষয়ক সদস্য বিমান রায়প্রমুখ।