জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এ উপলক্ষে বেলা ১১টার সময় শহরর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু করা হয়।
পরে শহরের প্রধান সড়কে বনার্ঢ্য র্যালী বের করে দলটি। র্যালী শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরের ৭৫ পাউন্ডের তিনটি কেক কেটেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, আওয়ামী লীগ নেতা শামিম হক, একে আজাদ, মাইনুদ্দিন আহমেদ মানু, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। #