সামর্থ্যহীনদের বিনা খরচে চিকিৎসা সেবা দেয়ার লক্ষে লায়নস ক্লাব অব ফরিদপুরের উদ্যোগে ২০ সেট কিডনি ডালোসিস কিটস হস্তান্তরকরা হয়েছে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশনকে।
শনিবার সকালে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষের নিকট এ কিটস সেটহস্তান্তর করা হয়। এ সময় ডাঃ জাহাঙ্গির চৌধুরী টিটো,খন্দকার মফিজুর রহমান জামাল,আশিক হাবিব সিদ্দিকী,খায়রুদ্দিন মিরাজ,খন্দকার সাব্বির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডায়াবেটিক সচেতনতায় ফ্রি ডায়াবেটিক পরীক্ষাও করা হয় লায়নস ক্লাব অব ফরিদপুরের পক্ষ থেকে।