মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির ছোট ছেলে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক শাহদাব আকবর লাবু চৌধুরী।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল বীর মুক্তিযোদ্ধা বাকা কারিকরের বাড়িতে “বীর নিবাস” প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার,আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পরিতোষ বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, মামুন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা ফরহাদ মোল্যা, সোহেল মাহমুদ, বাকি বিল্লাহ প্রমূখ।
২০২১-২২ অর্থ বছরে প্রতিটি বীর নিবাসের জন্য ১৩ লাখ ৫৬ হাজার টাকা ব্যায়ে সালথা উপজেলায় ১১ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন তৈরি করা হবে বলে উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে।