ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরের মধুখালীর রায়পুর ইউনিয়নে গরু চুরির হিড়িক

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০১:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • ১৯১ Time View

ফরিদপুরের মধুখালীর রায়পুর ইউনিয়নে গরু চুরির সংখ্যা বেড়ে গেছে। প্রায় প্রতিদিন গরু চুরি কিংবা চুরির চেষ্টা করা হচ্ছে। এ পর্যন্ত চোরদের ব্যবহৃত এশটি ট্রাক জব্দকরা ছাড়া এলাকাবাসী ও পুলিশ ধরতে পারেনি কোন গরুচোর।
রায়পুর ইউনিয়নের ল²ী নারায়ণপুর গ্রামের বাসিন্দা জিন্নাত আলী খান জানান, গতএকসপ্তাহে তাঁর নিজের দুটি এবং তাঁর চাচা আবু বক্করের একটিসহ মোট তিনটি গরু চুরি হয়েছে।

ওই এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, ইউনিয়নের ল²ী নারায়ণপুর ও শ্রীরামপুর গ্রামে এ চুরির প্রকোপ বেশি।

ল²ী নারায়নপুর গ্রামের বাসিন্দা কলেজ শিক্ষার্থী আজম খান বলেন, গত প্রায় তিন মাসের মধ্যে ওই দুটি গ্রাম থেকে মো. হাসমত মোল্লা ও মো. নিয়ামতের ৫টি করে ১০টিসহ অন্তত ১২ জন গৃহস্তের ২৮টি গরুর চুলি হয়েছে। চুরি হওয়ার গরুর বেশির ভাগই গাভী। এ চুরির কারনে ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এলাকাবাসীদের সাথে কথা বলে জানা গেছে, গরু চুরির ভয়ে ওই গ্রামের লোকজন অতিষ্ট হয়ে পড়েছে। বিশেষত মধুখালী-গোপালদী আঞ্চলিক সড়ক পথে ট্রাক নিয়ে এসে গরুগুলি চুরি কওে পালিয়ে যায় চোরের দল।
ওই ঐ এলাকার বাসিন্দারা জানান. গত বুধবার (১২ জানুয়ারি ) দিবাগত রাত ২টার দিকে মধুখালী-গোপালদী আঞ্চলিক সড়ক পথে ল²ী নারায়ণপুর চৌরাস্তা এলাকায় একটি ট্রাক যেতে দেখে এলাকাবাসী ধাওয়া দেয়। পরে ট্রাকের চালকসহ লোকজন ট্রাকটি রেরাখা অবস্থায় পালিয়ে যায়। পওে গতকাল বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ট্রাকটি মধুখালী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বাসিন্দারা জানায়, প্রায়শই গরু চুরি হলেও হয়রাণীর শঙ্কায় অনেকে এ ব্যাপারে থানায় মামলা করেনি। তবে চোর চক্রকে ধরা না গেলে এলাকাবাসীর দুর্ভোগের অন্ত থাকবেনা।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, মধুখালীতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু গরু চুরির ঘঁনা ঘটেছে। তিনি বলেন, চোর ধরতে পুলিশি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন, এ চুরির ঘঁনায় ইতিমধ্যে থানায় দুটি মামলা হয়েছে। তিনি বলেন, গত বৃহস্পতিবার ভোওে চোরদের ব্যবহৃত ট্রাকটি আটক করায় এখন ট্রাকের মালিকসহ চোরক্রকে ধরা সহজ হবে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরের মধুখালীর রায়পুর ইউনিয়নে গরু চুরির হিড়িক

Update Time : ০১:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২

ফরিদপুরের মধুখালীর রায়পুর ইউনিয়নে গরু চুরির সংখ্যা বেড়ে গেছে। প্রায় প্রতিদিন গরু চুরি কিংবা চুরির চেষ্টা করা হচ্ছে। এ পর্যন্ত চোরদের ব্যবহৃত এশটি ট্রাক জব্দকরা ছাড়া এলাকাবাসী ও পুলিশ ধরতে পারেনি কোন গরুচোর।
রায়পুর ইউনিয়নের ল²ী নারায়ণপুর গ্রামের বাসিন্দা জিন্নাত আলী খান জানান, গতএকসপ্তাহে তাঁর নিজের দুটি এবং তাঁর চাচা আবু বক্করের একটিসহ মোট তিনটি গরু চুরি হয়েছে।

ওই এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, ইউনিয়নের ল²ী নারায়ণপুর ও শ্রীরামপুর গ্রামে এ চুরির প্রকোপ বেশি।

ল²ী নারায়নপুর গ্রামের বাসিন্দা কলেজ শিক্ষার্থী আজম খান বলেন, গত প্রায় তিন মাসের মধ্যে ওই দুটি গ্রাম থেকে মো. হাসমত মোল্লা ও মো. নিয়ামতের ৫টি করে ১০টিসহ অন্তত ১২ জন গৃহস্তের ২৮টি গরুর চুলি হয়েছে। চুরি হওয়ার গরুর বেশির ভাগই গাভী। এ চুরির কারনে ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এলাকাবাসীদের সাথে কথা বলে জানা গেছে, গরু চুরির ভয়ে ওই গ্রামের লোকজন অতিষ্ট হয়ে পড়েছে। বিশেষত মধুখালী-গোপালদী আঞ্চলিক সড়ক পথে ট্রাক নিয়ে এসে গরুগুলি চুরি কওে পালিয়ে যায় চোরের দল।
ওই ঐ এলাকার বাসিন্দারা জানান. গত বুধবার (১২ জানুয়ারি ) দিবাগত রাত ২টার দিকে মধুখালী-গোপালদী আঞ্চলিক সড়ক পথে ল²ী নারায়ণপুর চৌরাস্তা এলাকায় একটি ট্রাক যেতে দেখে এলাকাবাসী ধাওয়া দেয়। পরে ট্রাকের চালকসহ লোকজন ট্রাকটি রেরাখা অবস্থায় পালিয়ে যায়। পওে গতকাল বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ট্রাকটি মধুখালী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বাসিন্দারা জানায়, প্রায়শই গরু চুরি হলেও হয়রাণীর শঙ্কায় অনেকে এ ব্যাপারে থানায় মামলা করেনি। তবে চোর চক্রকে ধরা না গেলে এলাকাবাসীর দুর্ভোগের অন্ত থাকবেনা।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, মধুখালীতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু গরু চুরির ঘঁনা ঘটেছে। তিনি বলেন, চোর ধরতে পুলিশি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন, এ চুরির ঘঁনায় ইতিমধ্যে থানায় দুটি মামলা হয়েছে। তিনি বলেন, গত বৃহস্পতিবার ভোওে চোরদের ব্যবহৃত ট্রাকটি আটক করায় এখন ট্রাকের মালিকসহ চোরক্রকে ধরা সহজ হবে।