ফরিদপুরে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জেলা পরিষদ দল। প্রতিযোগিতা রানারআপ হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
গত শনিবার সোয়া ৭টা থেকে এ টুর্ণামেন্ট শুরু হয় শহরের আলীপুরে শেখ রাসেল ক্লাব প্রাঙ্গনে। শেষ খেলাটি অনুষ্ঠিত হয় রাত তিন টায়। শত শত দর্শক সন্ধ্যা থেকে রাত সাড়ে তিনটা পযর্ন্ত উপস্থিত থেকে টুর্ণামেন্টের খেলাগুলি উপভোগ করে।
ফাইনাল খেলায় জেলা পরিষদ দল ২-০ শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরাজয়ের ব্যবধান ছিল ২১/১২ ও ২১/১৪ পয়েন্ট।
চ্যাম্পিয়ন ফরিদপুর জেলা পরিষদ দলের পক্ষে অংশগ্রহণ করেন জহুরুল ও শুভ জুটি অন্যদিকে রানার আপ শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষে অংশগ্রহণ করেন পরশ ওলালচাঁদ জুটি ।
এ টুর্নামেন্টের আয়োজন করেছেশেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি শামীম হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ আলিমুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম, ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির, ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলি আজগার, টুর্নামেন্ট কমিটির সভাপতি ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলাউল হোসেন প্রমূখ।
এ টুনামেন্টে বাংলাদেশ জাতীয় দল সহ বিভিন্ন জেলার শাটলাররা অংশগ্রহণ করেন।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয় । প্রচন্ড শীত উপেক্ষা করেও দর্শকরা একের পর এক খেলাগুলি উপভোগকরেন।
টুনামেন্টে শুরুও শেষ হয় বর্ণিল আতশবাজির মাধ্যমে।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
বক্তারা আগামীতে এ ধরনের টুর্নামেন্ট আরো অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন , যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আর তাই সারা বছর যাতে খেলাধুলা হয় সে আয়োজন করতে হবে।
টুর্ণামেন্টে বিজয়ী দলকে ট্রফি ও নগদ ৫০হাজার টাকাএবং রানার আপ দলকে ট্রফি ও নগদ ৩০হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হয়।