ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০১:৩৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • ১৬৮ Time View

ফরিদপুরের সালথায় গ্রাম্যদলাদলিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত মঙ্গলবার সকালে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, গ্রাম্যদলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে সিংহপ্রতাব গ্রামের বাসিন্দা চার নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজান শেখের সাথে চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্লার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
কয়েকদিন আগে এনিয়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে সিংহ প্রতাপ গ্রামে উত্তেজনা চলে আসছিল। এরই সুত্র ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের দুই থেকে তিন শতাধিক লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ৮ থেকে ১০ পর্যন্ত দুই ঘন্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইউপি সদস্য শাহজান শেখ, সোহেল মাহমুদ, হোসেন শেখ, সত্তার খালাসী, সুরুজ খালাসী, সুজাদ খালাসী ও ফরহাদ শেখকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা বলেন, গ্রাম্যদলাদলিকে কেন্দ্র করে সকালে আমার দলের সমর্থক সুরুজ খালাসী আর সুজাদ খালাসীর উপর অতর্কিতভাবে হামলা করে শাহজান শেখের লোকজন। এনিয়ে পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
নব-নির্বাচিত ইউপি সদস্য শাহাজান শেখ বলেন, বেশ কয়েকদিন ধরে আমাদের গ্রামে গ্রাম্যদলাদলি নিয়ে উত্তেজনা চলছিল। কোনো কারণ ছাড়াই সকালে আমার দলের সমর্থক ময়না নামে এক নারীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে ইব্রাহিম মোল্লার সমর্থকরা। খবর পেয়ে আমার লোকজন এগিয়ে আসলে সংঘর্ষ বেধে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত সহকারি পুলিশ সুপার (নগরকান্দা ও সালথা সার্কেল) সুমিনূর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে সালথা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

Tag :
জনপ্রিয়

সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

Update Time : ০১:৩৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২

ফরিদপুরের সালথায় গ্রাম্যদলাদলিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত মঙ্গলবার সকালে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, গ্রাম্যদলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে সিংহপ্রতাব গ্রামের বাসিন্দা চার নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজান শেখের সাথে চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্লার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
কয়েকদিন আগে এনিয়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে সিংহ প্রতাপ গ্রামে উত্তেজনা চলে আসছিল। এরই সুত্র ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের দুই থেকে তিন শতাধিক লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ৮ থেকে ১০ পর্যন্ত দুই ঘন্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইউপি সদস্য শাহজান শেখ, সোহেল মাহমুদ, হোসেন শেখ, সত্তার খালাসী, সুরুজ খালাসী, সুজাদ খালাসী ও ফরহাদ শেখকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা বলেন, গ্রাম্যদলাদলিকে কেন্দ্র করে সকালে আমার দলের সমর্থক সুরুজ খালাসী আর সুজাদ খালাসীর উপর অতর্কিতভাবে হামলা করে শাহজান শেখের লোকজন। এনিয়ে পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
নব-নির্বাচিত ইউপি সদস্য শাহাজান শেখ বলেন, বেশ কয়েকদিন ধরে আমাদের গ্রামে গ্রাম্যদলাদলি নিয়ে উত্তেজনা চলছিল। কোনো কারণ ছাড়াই সকালে আমার দলের সমর্থক ময়না নামে এক নারীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে ইব্রাহিম মোল্লার সমর্থকরা। খবর পেয়ে আমার লোকজন এগিয়ে আসলে সংঘর্ষ বেধে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত সহকারি পুলিশ সুপার (নগরকান্দা ও সালথা সার্কেল) সুমিনূর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে সালথা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।