ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ০৬ অক্টোবর আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত এক নজরে বিশ্ব সংবাদ: ৪ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৫ অক্টোবর ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব পাকিস্তানের মানচিত্রে অবস্থান ধরে রাখতে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে: ভারতীয় সেনাপ্রধান ইসরায়েল সেনাবাহিনীকে গাজায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি ইসরায়েল

আগামী ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে

দীর্ঘদিন পরে বড় পরিসরে ফরিদপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়েছে। শনিবার দুপুরে ফরিদপুর শহরের ল্যাফেলস্ ইন হোটেলের হল রুমে এই সভা শুরু হয়। আগামী ১২ মে (সম্ভাব্য) ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের এই বর্ধিত সভার আয়োজনে শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি সবুল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান এমপি ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. কে. আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রমুখ।

২০১৬ সালের ২২ মার্চ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। পরে ২০১৭ সালের ২৯ ডিসেম্বর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

ফরিদপুর আওয়ামী লীগের রাজনীতির পট পরিবর্তনের পর সম্মেলন নিয়ে গত দুই বছর ধরে গ্রুপিং, লবিং ও কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়-ঝাঁপ চলছে। সাবেক মন্ত্রী, ফরিদপুর সদরের এমপি খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক প্রভাব বলয়ের পতনের পর থেকেই ফরিদপুরে আওয়ামী রাজনীতি একাধিক ধারায় বিভক্ত হয়ে পড়ে।

এদিকে ফরিদপুর আওয়ামী লীগের রাজনীতির পটপরিবর্তন, বিশেষত ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফের যুগের অবসানের পর বহুদিনের কাঙ্ক্ষিত এই সম্মেলন নিয়ে দুই বছর ধরে গ্রুপিং, লবিং ও দৌড়ঝাঁপ চলেছে।

সাবেক মন্ত্রী, ফরিদপুর সদরের এমপি খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক কর্মকাণ্ডের পতনের পর থেকেই ফরিদপুরে আওয়ামী রাজনীতি একাধিক ধারায় বিভক্ত হয়ে পড়ে। বর্তমানে সেই বিভক্তি এখন দুটি অংশে প্রকাশ্য ও অপ্রকাশ্য ধারায় চলছে। এর একটি হলো আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ সমর্থিত অংশ এবং অপরটিতে রয়েছে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সমর্থিত অংশ।

সম্মেলন সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টিতে আসার জন্য জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রাপ্তির আশায় শহরের আনাচে-কানাচে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থী ও তার সমর্থকরা।

এই পদ-পদবী প্রাপ্তির প্রচারণায় রয়েছেন সভাপতির তালিকায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. ফারুক হোসেন ও জেলা পরিষদ চেয়ারম্যান শামসুল হক।

সাধারণ সম্পাদকের পদপ্রত্যাশী আশা করছেন, বর্তমান ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, ফরিদপুর পৌরসভা মেয়র অমিতাভ বোস, সাবেক ছাত্রলীগ নেতা মো. লিয়াকত হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক দীপক কুমার মজুমদার, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান ও ফরিদপুর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ।

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ০৬ অক্টোবর

আগামী ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে

Update Time : ০৩:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২

দীর্ঘদিন পরে বড় পরিসরে ফরিদপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়েছে। শনিবার দুপুরে ফরিদপুর শহরের ল্যাফেলস্ ইন হোটেলের হল রুমে এই সভা শুরু হয়। আগামী ১২ মে (সম্ভাব্য) ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের এই বর্ধিত সভার আয়োজনে শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি সবুল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান এমপি ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. কে. আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রমুখ।

২০১৬ সালের ২২ মার্চ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। পরে ২০১৭ সালের ২৯ ডিসেম্বর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

ফরিদপুর আওয়ামী লীগের রাজনীতির পট পরিবর্তনের পর সম্মেলন নিয়ে গত দুই বছর ধরে গ্রুপিং, লবিং ও কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়-ঝাঁপ চলছে। সাবেক মন্ত্রী, ফরিদপুর সদরের এমপি খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক প্রভাব বলয়ের পতনের পর থেকেই ফরিদপুরে আওয়ামী রাজনীতি একাধিক ধারায় বিভক্ত হয়ে পড়ে।

এদিকে ফরিদপুর আওয়ামী লীগের রাজনীতির পটপরিবর্তন, বিশেষত ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফের যুগের অবসানের পর বহুদিনের কাঙ্ক্ষিত এই সম্মেলন নিয়ে দুই বছর ধরে গ্রুপিং, লবিং ও দৌড়ঝাঁপ চলেছে।

সাবেক মন্ত্রী, ফরিদপুর সদরের এমপি খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক কর্মকাণ্ডের পতনের পর থেকেই ফরিদপুরে আওয়ামী রাজনীতি একাধিক ধারায় বিভক্ত হয়ে পড়ে। বর্তমানে সেই বিভক্তি এখন দুটি অংশে প্রকাশ্য ও অপ্রকাশ্য ধারায় চলছে। এর একটি হলো আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ সমর্থিত অংশ এবং অপরটিতে রয়েছে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সমর্থিত অংশ।

সম্মেলন সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টিতে আসার জন্য জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রাপ্তির আশায় শহরের আনাচে-কানাচে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থী ও তার সমর্থকরা।

এই পদ-পদবী প্রাপ্তির প্রচারণায় রয়েছেন সভাপতির তালিকায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. ফারুক হোসেন ও জেলা পরিষদ চেয়ারম্যান শামসুল হক।

সাধারণ সম্পাদকের পদপ্রত্যাশী আশা করছেন, বর্তমান ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, ফরিদপুর পৌরসভা মেয়র অমিতাভ বোস, সাবেক ছাত্রলীগ নেতা মো. লিয়াকত হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক দীপক কুমার মজুমদার, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান ও ফরিদপুর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ।