মেয়েটির নাম কুমু( ছদ্মনাম)। একটি জিডিমূলে( জিডি নং ৬২ ক্রমিক ১৩/১০ তারিখ ১/০৪/১০ থেকে ফরিদপুর জেলা সমাজসেবার সেফ হোমে ছিল। বিষয়টি সমাজসেবা অফিসের মাধ্যমে ২/৩ মাস পূর্বে ব্লাস্টের স্টাফ লইয়ার এডভোকেট অর্চনা দাস অবহিত হয়ে ব্লাস্টের সহায়তায় মেয়েটিকে মুক্ত করার জন্য কাজ করতে থাকেন। অবশেষে আজ ১৮/০৪/২২ তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালত জনাব শফিকুল ইসলাম মেয়েটির জামিন মঞ্জুর করেন। বন্দীদশায় শৈশব কাটিয়ে কুমু এখন মুক্ত। সে এখন পরিপূর্ণ তরুনী। সে এখন অনেকটাই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। ঠিকানা, পিতামাতা কারো কথাই সে বলতে পারেনা। মুক্ত হয়ে আজ সে প্রায় প্রতিক্রিয়াহীন। আমাদের সমাজে কুমুরা প্রজাপতির মতো রঙিন ডানা মেলে ঘুরে বেড়াক নির্যাতনমুক্ত এবং বৌষম্যহীন পৃথিবীতে সেই প্রত্যাশা।
শিরোনাম
ব্লাস্টের সহায়তায় ১২ বছর পর তরুনীর মুক্তিলাভ
-
অনলাইন ডেস্ক
- Update Time : ০৭:৫০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- ১৮৭ Time View
Tag :
জনপ্রিয়