ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে ভাটিলক্ষীপুর দরবার শরীফের বার্ষিক ওরশ সম্পন্ন

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১১:৪০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৫৪ Time View

ফরিদপুর শহরের ভাটিলক্ষীপুর খানকায়ে চিশতিয়া রশিদিয়া দরবার শরীফের বার্ষিক ওরশ মোবারক রবিবার (৭ই ফেব্রুয়ারী) রাতে মিলাদ মাহফিল, জিকির আসকার, ধমীয় আলোচনা ও বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্তিত থেকে বাদ মাগরিব ধমীয় আলোচনায় অংশ নেন তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ্ সূফী আলহাজ্জ্ব হযরত কোরবান আলী চিশতী নিজামী, বিশিষ্ট লেখক ও গবেষক সাবেরীয়া দরবার শরীফের খাদেম সাজ্জাদ হোসেন রনি চিশতী সাবেরী, বাখুন্ডা দরবার শরীফের পীর ছাহেব সুফী আব্দুল মজিদ চিশতী আল নিজামীসহ অন্যান্য ওলামায়ে কেরামগণ। এসময় খানকায়ে চিশতিয়া দরবার শরীফের গদী নিশিন ও খলিফা হযরত খাজা সূফী মো: আব্দুস সামাদ চিশতী আল-নিজামী ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বিশরষ নসিহত প্রদান করেন পরে বিশেষ মোনাজাতে আশেকান ভক্তবৃন্দ অংশগ্রহন করেন।

Tag :

ফরিদপুরে ভাটিলক্ষীপুর দরবার শরীফের বার্ষিক ওরশ সম্পন্ন

Update Time : ১১:৪০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১

ফরিদপুর শহরের ভাটিলক্ষীপুর খানকায়ে চিশতিয়া রশিদিয়া দরবার শরীফের বার্ষিক ওরশ মোবারক রবিবার (৭ই ফেব্রুয়ারী) রাতে মিলাদ মাহফিল, জিকির আসকার, ধমীয় আলোচনা ও বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্তিত থেকে বাদ মাগরিব ধমীয় আলোচনায় অংশ নেন তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ্ সূফী আলহাজ্জ্ব হযরত কোরবান আলী চিশতী নিজামী, বিশিষ্ট লেখক ও গবেষক সাবেরীয়া দরবার শরীফের খাদেম সাজ্জাদ হোসেন রনি চিশতী সাবেরী, বাখুন্ডা দরবার শরীফের পীর ছাহেব সুফী আব্দুল মজিদ চিশতী আল নিজামীসহ অন্যান্য ওলামায়ে কেরামগণ। এসময় খানকায়ে চিশতিয়া দরবার শরীফের গদী নিশিন ও খলিফা হযরত খাজা সূফী মো: আব্দুস সামাদ চিশতী আল-নিজামী ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বিশরষ নসিহত প্রদান করেন পরে বিশেষ মোনাজাতে আশেকান ভক্তবৃন্দ অংশগ্রহন করেন।