ফরিদপুরে দরিদ্র ও অসহায় নারীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়েছে।
লাইফ প্লাস অর্গানাইজেশনের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংগঠন নন্দিতা সুরক্ষার কর্মীরা। মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ৬০ জন গৃহীণির হাতে ইফতার সামগ্রী পৌছে দেয়।
আয়োজনটি ছিল কেবলমাত্র বৃদ্ধ মায়েদের জন্য যাদের সন্তান নেই বা সন্তানেরা তাদের ভরন পোষন দেয় না, তাদের জন্য।
নন্দিত সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি জানান, লকডাউনের এই সময়টায় আমাদের আশে পাশের নিন্ম আয়ের দিনমজুর শ্রেণীর মানুষতের ঘরে খাবার থাকে না। অন্যদিকে বয়োবৃদ্ধ পিতা মাতার জন্যও সহনশীল থাকে না অনেক সন্তান।
লাইফ প্লাস এর অর্থায়নে নন্দিত সুরক্ষা এবার তালিকা করেছে সে সকল মায়েদের, যাদের অনেকের সন্তান রিক্সাচালক বা দিনমজুর, নিজের সংসার চালিয়ে তারা পিতামাতার ভরণ পোষণ দিতে পারে না বা চায় না।
এদের অনেকের উপার্জনক্ষম পুত্র নেই বা কেউ নিঃসন্তান। তাই এদের জন্য রমজান মাসের উপহার হিসেবে দেয়া হয়েছে ইফতার সামগ্রী।