ফরিদপুরে বোয়ালমারীতে ১৩ বছর বয়সী নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও অশ্লিল স্থির চিত্র ধারণ করে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। গত বুধবার বোয়ালমারী থানায় এ মামলাটি দায়ের করেন এই কিশোরীর মা।
এ মামলায় একমাত্র আসামি ওমর ফারুক সোহান (২২)। তিনি উপজেলার শেখর ইউনিয়নের, মাগুরা গ্রামের বাসিন্দা। ওমর ফারুক আলফাডাঙ্গা উপজেলার একটি কলেজের অনার্সের ছাত্র।
মামলার এজহার সুত্রে জানা যায়, ওমর ফারুক বেশ কিচুদিন ধরে ওই কিশোরীকে কু প্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি (ওমর ফারুক) প্রেম ভালোবাসার অভিনয়ের মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২ এপ্রিল সকাল পৌনে ৯টার দিকে নিজের বসত বাড়ির ভিতরে নিয়ে ধর্ষণ করে এবং কিশোরীর কয়েকটি অশ্লিল ছবি তুলে রাখেন। পরবর্তিতে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখীয়ে আরও কয়েক দফা ধর্ষণ করেন। পরবর্তিতে ওমর ফারুক ওই মেয়ের অশ্লিল ছবি এলাকার বিভিন্ন পর্যায়ের লোকদের দেখানোয় পরিবারগত ভাবে কিশোরীর পরিবার সামাজিক মর্যাদাহানিকর পরিবেশে পড়ে যায়।
এ ব্যাপারে ওমর ফারুক পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি।তবে কথা হয়েছে ওমর ফারুকের মায়ের সাথে। তিনি বলেন, যে তারিখের কথা বলা হচ্ছে (২ এপ্রিল) এই সময় তিনি চট্টগ্রামে তার স্বামীর কাছে গিয়েছিলেন। তবে তিনি বাড়িতে আসার পর জানতে পেরেছেন ওই কিশোরী তার বাড়িতে মাঝে মাঝে এসে থাকতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ব্যাপারে থানায় ওমর ফারুকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০ সংশোধনী ২০০৩ এর ৯ (১) তৎসহ পর্ণগ্রাফি আইনের ৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।