মাহবুব পিয়াল, ফরিদপুর :জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন,আমাদের কথা পরিস্কার, আমরা ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না। তিনি শনিবার (৪ অক্টোবর ) দুপুরে ফরিদপুর শিশু একাডেমি হল রুমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের মাটি মুসলমানদের মাটি,বাংলাদেশের মাটি পীর আওলিয়ার মাটি, এই মাটিতে যে ভাবে ফ্যাসিবাদকে বিতারিত করছি, ঠিক একই ভাবে সকল অপশক্তি কে বিতারিত করা হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদপুর ৩ আসনের এমপি প্রাথী মুফতী কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশর সহ সভাপতি নাজমুল হাসান কাসেমী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসেন কাসেমী, কর্মী সভায় আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাংগঠনিক মাওলানা লোকমান হোসেন মাজহারী,