ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটি ও পৌরসভার শাখার উদ্যোগে ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি এর ব্যবস্থাপনায় শহরের প্রায় ১০৫ টির পূজা মন্দিরে করোনাকালীন দুর্যোগ মোকাবেলায় সাহায্য হিসেবে মন্দিরের পুরোহিত ও পূজারী দের মধ্যে চাউল বিতরণ করা হয়েছে ।
আজ শুক্রবার সকালে শহরের গোয়ালচামট শ্রীধাম শ্রীঅঙ্গন চাউল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রীঅঙ্গন এর সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী। ইসকন মন্দিরের অধ্যক্ষ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী, শ্রী রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শিব প্রিয়া নন্দ, স্বামী সুমধুর আনন্দ, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, জেলা পূজা উদযাপন ও পৌরসভা কমিটির অসীম কুমার সাহা, তাপস কুমার সাহা, তাপস কুমার দত্ত, বীর মুক্তিযোদ্ধা পিকে সরকার, শংকর সাহা, রাম দত্ত, বিভাস দত্ত, জয় বিশ্বাস, সঞ্জয় কর্মকার, বিষ্ণুপদ পাল, তুষার দত্ত, অশোক রাহুত বাপন, সঞ্জয় কর বাবু, বজ গোপাল দত্ত, প্রসাদ সাহা, অনুপ সাহা, অতুল বিশ্বাস, উৎপল কুমার দত্ত, অতনু দত্ত, প্রমূখ।
এসময় বিভিন্ন মন্দিরের পূজারীদের সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চাউল গ্রহণ করতে দেখা যায়।