‘কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় দুই কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল ও যুবলীগ নেতা সোহেল মাহমুদের উদ্যোগে আজ শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার সিংহপ্রতাপ গ্রামের কৃষক জাহিদ হোসেন ও ওহিদুল এর ১২ কাঠা জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলু মাতুব্বার, প্রচার সম্পাদক নুরুল ইসলাম, যুবলীগ নেতা আমীন খন্দকার, ইউপি সদস্য শাহজাহান সহ যুবলীগের নেতাকর্মী বৃন্দ।