এফবিসিসিআই’ এর সাবেক সভাপতি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক এ কে আজাদের আয়োজনে শনিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহরের ঝিলটুলির বাসভবনে এ ইফতার মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মাহতাব আলি মেথু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ এম এ জলিল, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝরনা হাসান জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, জেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ আক্কাস হোসেন। ফরিদপুর পৌরসভার কাউন্সিলর মাইনুদ্দিন আহমেদ মানু, নজরুল ইসলাম মৃধা, মতিউর রহমান শামীম, ইকবাল হোসেন ফয়সাল, মাহমুদুল হক রেজা, আব্দুল জলিল শেখ, আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন । ইফতার মাহফিলে ছাত্রলীগ-যুবলীগ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির কল্যাণে এবং মহামারী করোনা থেকে বিশ্ববাসির মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।