ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ ছেড়েছেন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ ছেড়েছেন। রোববার (০৮ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

ইমিগ্রেশন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, শেখ হাসিনার শাসনামলে আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন শেখ কবির হোসেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তিনি ২৩টি প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

২০১১ সাল থেকে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি হিসেবে টানা দায়িত্ব পালন করে আসছিলেন শেখ কবির হোসেন। আওয়ামী লীগ শাসনামলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা হিসেবে পরিচিত শেখ কবিরের প্রভাবের কারণে বিআইএর দুই বছর মেয়াদি কমিটির নিয়মিত বা স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হতো না।

শেখ কবির হোসেনের দেশত্যাগের বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি (ইমিগ্রেশন) মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমে জানান, রোববার সকালে তিনি একটি ফ্লাইটে দেশের বাইরে গেছেন। বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তথ্যসূত্র : প্রথম আলো

Tag :
জনপ্রিয়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ ছেড়েছেন

Update Time : ০৩:৫৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ ছেড়েছেন। রোববার (০৮ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

ইমিগ্রেশন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, শেখ হাসিনার শাসনামলে আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন শেখ কবির হোসেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তিনি ২৩টি প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

২০১১ সাল থেকে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি হিসেবে টানা দায়িত্ব পালন করে আসছিলেন শেখ কবির হোসেন। আওয়ামী লীগ শাসনামলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা হিসেবে পরিচিত শেখ কবিরের প্রভাবের কারণে বিআইএর দুই বছর মেয়াদি কমিটির নিয়মিত বা স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হতো না।

শেখ কবির হোসেনের দেশত্যাগের বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি (ইমিগ্রেশন) মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমে জানান, রোববার সকালে তিনি একটি ফ্লাইটে দেশের বাইরে গেছেন। বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তথ্যসূত্র : প্রথম আলো