ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

পল্লিকবি জসীম উদ্দীনের ১১৮তম জন্মবার্ষিকী আজ

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৬:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • ৪২৫ Time View

আবহমান গ্রাম বাংলার কবি পল্লিকবি জসীম উদ্দীনের ১১৮ তম জন্মবার্ষিকী আজ শুক্রবার পহেলা জানুয়ারি। পল্লিকবির জন্মবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন নানাবিধ কর্মসূচী নিয়েছে।

১৯০৩ সালের এইদিনে ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন জসীম উদ্দিন। কবর, নিমন্ত্রণসহ অনেক স্মরণীয় কবিতা, সোজন বাদিয়ার ঘাট, নক্সীকাঁথার মাঠসহ অনেক কালজয়ী কাব্য গ্রন্থ রচনা করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ওইদিনই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈত্রিক বাড়িতে ঐতিহাসিক ‘ডালিম গাছের” তলায় তাঁকে দাফন করা হয়।

পল্লিকবির ১১৮তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে ফরিদপুরের সরকারি-বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচী নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৯টায় কবির সমাধীতে পূস্পার্ঘ অর্পণ, ৯.১৫ মিনিটে কবির বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এবং বিশেষ অতিথি হিসেবে ফরিদপুরের জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া বিকাল ৩টায় অম্বিকাপুরস্থ পল্লিকবি জসীম উদ্দীন যাদুঘর ও লোক সংস্কৃতি কেন্দ্র সংলগ্ন জসীম মুক্ত মঞ্চে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পল্লিকবি জসীম উদ্দীন জন্মবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। জেলা পরিষদ ও জসীম ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্টানের আয়োজন করেছে।

যে সব সংগঠণ এ দিবসটি পালন করবে বলে জানা গেছে তার মধ্যে রয়েছে, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জসীম ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতিক উন্নয়ন সংস্থা, ফরিদপুর সাহিত্য পরিষদ, জাতীয় কবিতা পরিষদ ফরিদপুর শাখা, কবির প্রতিষ্ঠিত আনসারউদ্দীন উচ্চ বিদ্যালয় প্রভৃতি।

Tag :
জনপ্রিয়

বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি

পল্লিকবি জসীম উদ্দীনের ১১৮তম জন্মবার্ষিকী আজ

Update Time : ০৬:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০

আবহমান গ্রাম বাংলার কবি পল্লিকবি জসীম উদ্দীনের ১১৮ তম জন্মবার্ষিকী আজ শুক্রবার পহেলা জানুয়ারি। পল্লিকবির জন্মবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন নানাবিধ কর্মসূচী নিয়েছে।

১৯০৩ সালের এইদিনে ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন জসীম উদ্দিন। কবর, নিমন্ত্রণসহ অনেক স্মরণীয় কবিতা, সোজন বাদিয়ার ঘাট, নক্সীকাঁথার মাঠসহ অনেক কালজয়ী কাব্য গ্রন্থ রচনা করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ওইদিনই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈত্রিক বাড়িতে ঐতিহাসিক ‘ডালিম গাছের” তলায় তাঁকে দাফন করা হয়।

পল্লিকবির ১১৮তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে ফরিদপুরের সরকারি-বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচী নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৯টায় কবির সমাধীতে পূস্পার্ঘ অর্পণ, ৯.১৫ মিনিটে কবির বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এবং বিশেষ অতিথি হিসেবে ফরিদপুরের জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া বিকাল ৩টায় অম্বিকাপুরস্থ পল্লিকবি জসীম উদ্দীন যাদুঘর ও লোক সংস্কৃতি কেন্দ্র সংলগ্ন জসীম মুক্ত মঞ্চে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পল্লিকবি জসীম উদ্দীন জন্মবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। জেলা পরিষদ ও জসীম ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্টানের আয়োজন করেছে।

যে সব সংগঠণ এ দিবসটি পালন করবে বলে জানা গেছে তার মধ্যে রয়েছে, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জসীম ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতিক উন্নয়ন সংস্থা, ফরিদপুর সাহিত্য পরিষদ, জাতীয় কবিতা পরিষদ ফরিদপুর শাখা, কবির প্রতিষ্ঠিত আনসারউদ্দীন উচ্চ বিদ্যালয় প্রভৃতি।