ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালালচক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিভিন্ন এলাকা হতে মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীদের গাড়ি প্রতিরোধ করে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করতো ওই দালাল চক্রের সদস্যরা।
শুক্রবার দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানায় এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিলসহ অন্যান্য কর্মকর্তারা।
সংবাদ সম্মেলন জানানো হয়, পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও তার আশেপাশের এলাকা থেকে ওই আট দালালকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা সদরের হাড়োকান্দি এলাকার কুরবান শেখের ছেলে শাহিন শেখ (২৫), একই এলাকার সালাম শেখের ছেলে রাব্বি শেখ (২৪), জাহিদ মৃধার ছেলে নাহিদ মৃধা (১৯), জাফর বিশ্বাসের ছেলে শহিদুল ইসলাম (৩০) ও রুমান হোসেন (২৯),জেলা সদরের মঙ্গলকোট এলাকার আব্দুল করিমের ছেলে রাসেল শেখ (২৬) ও একই এলাকার নূর উদ্দিন প্রামাণিকের ছেলে মোহাম্মদ জামাল ওরফে নাসির (৪৯), শহরের চর কমলাপুর এলাকার মোয়াজ্জেম মোল্যার ছেলে প্লাবন মোল্যা (২৪)।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতাল এলাকায় রোগীদের সাথে প্রতারণাসহ দালালীর অভিযোগ রয়েছে। বিকালে আটককৃতদের ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।