ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত এক নজরে বিশ্ব সংবাদ: ৪ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৫ অক্টোবর ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব পাকিস্তানের মানচিত্রে অবস্থান ধরে রাখতে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে: ভারতীয় সেনাপ্রধান ইসরায়েল সেনাবাহিনীকে গাজায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি ইসরায়েল জার্মানির আকাশে গত ২৪ ঘণ্টায় একাধিক ড্রোন; বন্ধ হলো মিউনিখ বিমানবন্দর যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস, ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত শামীম হকের মনোনয়নপত্র বাতিলই থাকবে: হাইকোর্ট

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • ১৬২ Time View

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত শামীম হকের মনোনয়নপত্র বাতিলই থাকবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তিনি। সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি ইকবাল কবীর ও মনিরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ দ্বৈত নাগরিকত্ব থাকায় এ আদেশ দেনG

এর আগে ১৫ ডিসেম্বর ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত শামীম হক ওরফে হল্যান্ড শামীমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক। এমন অভিযোগ করে নির্বাচন কমিশনে প্রার্থিতা বাতিলের জন্য এ. কে. আজাদের পক্ষে আইনজীবী মো. গোলাম কিবরিয়া শুক্রবার আপিল আবেদন জমা দিলে এ সিদ্ধান্ত নেয় ইসি।

সেই সময় আইনজীবী মো. গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, ‘২০২১ বা ২০২২ সালে শামীম হক বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেন। তার ওই আবেদনে উল্লেখ করেন তিনি নেদারল্যান্ডস- এর নাগরিক। এ কাগজের ওপর ভিত্তিতেই আমরা ইসিতে কাগজপত্র পেশ করি। এ আপিলের প্রেক্ষিতে নির্বাচন কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়কে এর যথার্থতা যাচাই করার জন্য নির্দেশ দেয়।’

তিনি আরও বলেন, ‘কিন্তু মজার বিষয় হচ্ছে আজকে শামীম হকের তরফ যে কাগজপত্র জমা দিয়েছেন, সে কাগজে তিনি নেদারল্যান্ডস নাগরিকত্ব বাতিলের জন্য ঢাকাস্থ ডাচ দূতাবাসে আবেদন করেছেন চলতি মাসের ৪ ডিসেম্বর। কিন্তু মনোনয়ন দাখিল করেছেন ৩০ নভেম্বর। এরপর ১৪ ডিসেম্বর ঢাকাস্থ ডাচ দূতাবাস তাকে (শামীম হক) চিঠি পাঠায় যেন এই এটাচ ফর্ম ফিলাপ করে দূতাবাসে আসতে হবে নাগরিকত্ব বাতিলের জন্য।’

গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা ওনারি (শামীম হক) কাগজপত্র দাখিল করে প্রমাণ করি ১৪ ডিসেম্বর অবধি ওনার (শামীম হক) নাগরিকত্ব বাতিল হয়নি। ওনার কাগজপত্রে ওপর নির্ভর করেই আপনারা আপিল নিষ্পত্তি করতে পারেন। নির্বাচন কমিশন (ইসি) এসব বিবেচনা নিয়ে আমাদের আপিল মঞ্জুর করেন।’

সংবিধানের ৬৬ (২) (গ) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার যোগ্য হইবেন না, যদি তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন।’ সংবিধানের উক্ত অনুচ্ছেদের অনুরূপ বিধানই গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(৬) অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে।

Tag :
জনপ্রিয়

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত শামীম হকের মনোনয়নপত্র বাতিলই থাকবে: হাইকোর্ট

Update Time : ০৬:২৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত শামীম হকের মনোনয়নপত্র বাতিলই থাকবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তিনি। সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি ইকবাল কবীর ও মনিরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ দ্বৈত নাগরিকত্ব থাকায় এ আদেশ দেনG

এর আগে ১৫ ডিসেম্বর ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত শামীম হক ওরফে হল্যান্ড শামীমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক। এমন অভিযোগ করে নির্বাচন কমিশনে প্রার্থিতা বাতিলের জন্য এ. কে. আজাদের পক্ষে আইনজীবী মো. গোলাম কিবরিয়া শুক্রবার আপিল আবেদন জমা দিলে এ সিদ্ধান্ত নেয় ইসি।

সেই সময় আইনজীবী মো. গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, ‘২০২১ বা ২০২২ সালে শামীম হক বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেন। তার ওই আবেদনে উল্লেখ করেন তিনি নেদারল্যান্ডস- এর নাগরিক। এ কাগজের ওপর ভিত্তিতেই আমরা ইসিতে কাগজপত্র পেশ করি। এ আপিলের প্রেক্ষিতে নির্বাচন কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়কে এর যথার্থতা যাচাই করার জন্য নির্দেশ দেয়।’

তিনি আরও বলেন, ‘কিন্তু মজার বিষয় হচ্ছে আজকে শামীম হকের তরফ যে কাগজপত্র জমা দিয়েছেন, সে কাগজে তিনি নেদারল্যান্ডস নাগরিকত্ব বাতিলের জন্য ঢাকাস্থ ডাচ দূতাবাসে আবেদন করেছেন চলতি মাসের ৪ ডিসেম্বর। কিন্তু মনোনয়ন দাখিল করেছেন ৩০ নভেম্বর। এরপর ১৪ ডিসেম্বর ঢাকাস্থ ডাচ দূতাবাস তাকে (শামীম হক) চিঠি পাঠায় যেন এই এটাচ ফর্ম ফিলাপ করে দূতাবাসে আসতে হবে নাগরিকত্ব বাতিলের জন্য।’

গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা ওনারি (শামীম হক) কাগজপত্র দাখিল করে প্রমাণ করি ১৪ ডিসেম্বর অবধি ওনার (শামীম হক) নাগরিকত্ব বাতিল হয়নি। ওনার কাগজপত্রে ওপর নির্ভর করেই আপনারা আপিল নিষ্পত্তি করতে পারেন। নির্বাচন কমিশন (ইসি) এসব বিবেচনা নিয়ে আমাদের আপিল মঞ্জুর করেন।’

সংবিধানের ৬৬ (২) (গ) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার যোগ্য হইবেন না, যদি তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন।’ সংবিধানের উক্ত অনুচ্ছেদের অনুরূপ বিধানই গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(৬) অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে।