ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে অস্ত্রপচারকালে নবজাতকের মাথা কেটে ফেলার ঘটনায় ক্লিনিকের চেয়ারম্যান, দুইপরিচালকসহ চার জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুরে অস্ত্রপচারকালে নবজাতকের মাথা কেটে ফেলার ঘঁনায় মদিনা প্রাইঋেঁ হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের চেয়ারম্যান, দুই পরিচালকসহ চারজনের নাম উল্লেখ কওে এবং অজ্ঞাত আরও ১০জনকে আসামি কওে মামলা হয়েছে ফরিদপুর কোতয়ালী থানায়।
গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই শিশুটির বাবা শফিক খান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
সত্যতা নিশ্চিত কওে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, এ মামলায় মদিনা প্রাইভেট হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের চেয়ারম্যান রহিমা রহমান, তাঁর দুই ছেলে ব্যবস্থাপনা পরিচালক মো. জাকারিয়া মোল্লা ওরফে পলাশ, পরিচালক মো.আল হেলাল মোল্লা ওরফে টসরএবং ওই হাসপাতালের আয়া চায়না বেগম।
ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফফার বলেন, এ মামলার আসামি হিসেবে মো. জাকারিয়া মোল্লা, মো.আল হেলাল ও চায়না বেগমকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল রবিবার বিকেলে জেলার মুখ্য বিচারিক আদালতে সোপর্দ করাহয়। আদালত সোমবার রিমান্ডের শুনানির দিনধার্য কওে ওই তিন ব্যাক্তিকে জেল হাজতে পাঠিয়ে দেন।
প্রসবের সময় অস্ত্রপচারকালে মাথা কেটে যাওয়া মেয়ে শিশুটি ভালো আছে। শিশুটি বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার তদন্তে জেলা প্রশাসনের উদ্যোগে চার সদস্যেও এশটি তদন্তকমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছে এডিএম মো.লিটন আলীকে। অপর তিন সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল) সুমনরঞ্জন সরকার, সদরের ইউএনও মো. মাসুদুল আলম, সদরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা করিম।
মদিনা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়গনিস্টিক সেন্টার শহরের পশ্চিম খাবাসপুর মহল্লায় বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত। এ হাসপাতালটি স্থাপিত হয় ২০০৭ সালে। গত ২০১৫ সাল থেকে এ হাসপাতালের লাইসেন্স নবায়ন করা হয়নি।
গত শনিবার সকাল ৮টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দক্ষিণ ময়েজউদ্দিন মন্ডল পাড়া গ্রামের শফিক খানের (২৯) স্ত্রী রূপা বেগম (২২)কে সন্তান প্রসবের জন্য ওই হাসপাতালে আনা হয়। সন্তান প্রসবকালে ওই হাসপাতালের আয়া চায়না বেগম অস্ত্রপচার করলে নবজাতকের মাথার বামভ্রæর উপরে কিছু অংশ কেটেযায়। এ ঘটনার প্রেক্ষিতে ওই দিনই জেলা স্বাস্থ্য বিভাগ ওই হাসপাতালটি বন্ধ করে দেন।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে অস্ত্রপচারকালে নবজাতকের মাথা কেটে ফেলার ঘটনায় ক্লিনিকের চেয়ারম্যান, দুইপরিচালকসহ চার জনের বিরুদ্ধে মামলা

Update Time : ১২:৫০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২

ফরিদপুরে অস্ত্রপচারকালে নবজাতকের মাথা কেটে ফেলার ঘঁনায় মদিনা প্রাইঋেঁ হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের চেয়ারম্যান, দুই পরিচালকসহ চারজনের নাম উল্লেখ কওে এবং অজ্ঞাত আরও ১০জনকে আসামি কওে মামলা হয়েছে ফরিদপুর কোতয়ালী থানায়।
গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই শিশুটির বাবা শফিক খান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
সত্যতা নিশ্চিত কওে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, এ মামলায় মদিনা প্রাইভেট হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের চেয়ারম্যান রহিমা রহমান, তাঁর দুই ছেলে ব্যবস্থাপনা পরিচালক মো. জাকারিয়া মোল্লা ওরফে পলাশ, পরিচালক মো.আল হেলাল মোল্লা ওরফে টসরএবং ওই হাসপাতালের আয়া চায়না বেগম।
ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফফার বলেন, এ মামলার আসামি হিসেবে মো. জাকারিয়া মোল্লা, মো.আল হেলাল ও চায়না বেগমকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল রবিবার বিকেলে জেলার মুখ্য বিচারিক আদালতে সোপর্দ করাহয়। আদালত সোমবার রিমান্ডের শুনানির দিনধার্য কওে ওই তিন ব্যাক্তিকে জেল হাজতে পাঠিয়ে দেন।
প্রসবের সময় অস্ত্রপচারকালে মাথা কেটে যাওয়া মেয়ে শিশুটি ভালো আছে। শিশুটি বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার তদন্তে জেলা প্রশাসনের উদ্যোগে চার সদস্যেও এশটি তদন্তকমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছে এডিএম মো.লিটন আলীকে। অপর তিন সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল) সুমনরঞ্জন সরকার, সদরের ইউএনও মো. মাসুদুল আলম, সদরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা করিম।
মদিনা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়গনিস্টিক সেন্টার শহরের পশ্চিম খাবাসপুর মহল্লায় বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত। এ হাসপাতালটি স্থাপিত হয় ২০০৭ সালে। গত ২০১৫ সাল থেকে এ হাসপাতালের লাইসেন্স নবায়ন করা হয়নি।
গত শনিবার সকাল ৮টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দক্ষিণ ময়েজউদ্দিন মন্ডল পাড়া গ্রামের শফিক খানের (২৯) স্ত্রী রূপা বেগম (২২)কে সন্তান প্রসবের জন্য ওই হাসপাতালে আনা হয়। সন্তান প্রসবকালে ওই হাসপাতালের আয়া চায়না বেগম অস্ত্রপচার করলে নবজাতকের মাথার বামভ্রæর উপরে কিছু অংশ কেটেযায়। এ ঘটনার প্রেক্ষিতে ওই দিনই জেলা স্বাস্থ্য বিভাগ ওই হাসপাতালটি বন্ধ করে দেন।