ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে আজ থেকে সাতদিনের কঠোর বিধি নিষেধ শুরু, করোনা সনাক্তের হার প্রায় ৫০%

আজ ২১ জুন সোমবার সকাল ৬টা থেকে ফরিদপুরে তিন পৌরসভা সাতদিনের কঠোর বিধিনিষেধের আওতায় আনা হচ্ছে। আজ সকাল ৬টা থেকে ফরিদপুর, ভাঙ্গা ও বোয়ালমারী পৌরসভায় এ বিধিনিষেধ কার্যকর হচ্ছে। এদিকে ফরিদপুরে করোনা সনাক্তের হার একদিনের ব্যবধানে ১৭.৪৩ ভাগ বেড়ে প্রায় ৫০ ভাগে উন্নত হয়েছে।

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ১১৬ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুরে মোট ১১ হাজার ৫৪৩ জনের করোনা সনাক্ত হলো। গতকাল রবিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে ২৬২ নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা সনাক্ত হয়। করোনা সনাক্তের হার ৪৯.৫৭ ভাগ। এ হার গত শনিবার ছিল ৩১.৭৪ ভাগ। একদিনের ব্যবধানে শনাক্তের হার ১৭,৪৩ ভাগ বেড়ে গেছে।

ফরিদপুরের তিনটি পৌরসভায় করোনা পরিস্থিতির অবনতি ঘটায় ফরিদপুর, ভাঙ্গা ও বোয়ালমারী পৌরসভা সাতদিনের জন্য কঠোর বিধিনিষেধ দেয়া হয়েছে। আজ সোমবার ভোর ৬টা থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে।

এ বিধি নিষেধের মধ্যে ঐ তিন পৌর এলাকায় সকল প্রকার যানবাহন আসা ও যাওয়া বন্ধ থাকবে। সকল প্রকার সাপ্তাহিক হাট, পশুর হাট, আবাসিক হোটেল বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, পার্ক, মেলা, সামাজিক, রাজনৈতিক, ধমীয় অনুষ্টান, এলাকা ভিত্তিক চা ও মুদির দোকান বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে কাঁচা-বাজার ও হাসপাতাল কেন্দ্রিক ঔষধের দোকান খোলা থাকবে। খাবারের দোকান, হোটেল ও মিষ্টির দোকান বন্ধ থাকবে। সকল ধরনের পরিবহন ও যান চলাচল বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সরকারি ও বেসরকারি অফিস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যাতায়েতের নিজস্ব ব্যবস্থাপনায় খোলা থাকবে।

গত শনিবার এ নির্দেশনা জারি করে গণ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনার এই সময়ে আগে আমাদের জীবন বাঁচাতে হবে, পরে অন্য কিছু। এই সময়ের মধ্যে কারও যদি কোন প্রকার সাহায্যের দরকার হয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে। শুধুমাত্র কাঁচা বাজার ও হাসপাতাল সংলগ্ন ঔষধের দোকান খোলা থাকবে।

লকডাউনের ব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, বিনা কারণে কাউকেই আমরা বের হতে দেব না। এছাড়া শহরের প্রতিটি প্রবেশ মুখ পুলিশের কঠোর নজরদারির মধ্যে থাকবে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো: সাইফুর রহমান জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল রবিবার এ হাসপাতালে করোনা সনাক্ত ১০৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৫ জন আইসি্ইউতে এবং ৮৮ জন করোনা ওয়াডে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে আজ থেকে সাতদিনের কঠোর বিধি নিষেধ শুরু, করোনা সনাক্তের হার প্রায় ৫০%

Update Time : ০৬:০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১

আজ ২১ জুন সোমবার সকাল ৬টা থেকে ফরিদপুরে তিন পৌরসভা সাতদিনের কঠোর বিধিনিষেধের আওতায় আনা হচ্ছে। আজ সকাল ৬টা থেকে ফরিদপুর, ভাঙ্গা ও বোয়ালমারী পৌরসভায় এ বিধিনিষেধ কার্যকর হচ্ছে। এদিকে ফরিদপুরে করোনা সনাক্তের হার একদিনের ব্যবধানে ১৭.৪৩ ভাগ বেড়ে প্রায় ৫০ ভাগে উন্নত হয়েছে।

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ১১৬ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুরে মোট ১১ হাজার ৫৪৩ জনের করোনা সনাক্ত হলো। গতকাল রবিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে ২৬২ নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা সনাক্ত হয়। করোনা সনাক্তের হার ৪৯.৫৭ ভাগ। এ হার গত শনিবার ছিল ৩১.৭৪ ভাগ। একদিনের ব্যবধানে শনাক্তের হার ১৭,৪৩ ভাগ বেড়ে গেছে।

ফরিদপুরের তিনটি পৌরসভায় করোনা পরিস্থিতির অবনতি ঘটায় ফরিদপুর, ভাঙ্গা ও বোয়ালমারী পৌরসভা সাতদিনের জন্য কঠোর বিধিনিষেধ দেয়া হয়েছে। আজ সোমবার ভোর ৬টা থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে।

এ বিধি নিষেধের মধ্যে ঐ তিন পৌর এলাকায় সকল প্রকার যানবাহন আসা ও যাওয়া বন্ধ থাকবে। সকল প্রকার সাপ্তাহিক হাট, পশুর হাট, আবাসিক হোটেল বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, পার্ক, মেলা, সামাজিক, রাজনৈতিক, ধমীয় অনুষ্টান, এলাকা ভিত্তিক চা ও মুদির দোকান বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে কাঁচা-বাজার ও হাসপাতাল কেন্দ্রিক ঔষধের দোকান খোলা থাকবে। খাবারের দোকান, হোটেল ও মিষ্টির দোকান বন্ধ থাকবে। সকল ধরনের পরিবহন ও যান চলাচল বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সরকারি ও বেসরকারি অফিস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যাতায়েতের নিজস্ব ব্যবস্থাপনায় খোলা থাকবে।

গত শনিবার এ নির্দেশনা জারি করে গণ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনার এই সময়ে আগে আমাদের জীবন বাঁচাতে হবে, পরে অন্য কিছু। এই সময়ের মধ্যে কারও যদি কোন প্রকার সাহায্যের দরকার হয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে। শুধুমাত্র কাঁচা বাজার ও হাসপাতাল সংলগ্ন ঔষধের দোকান খোলা থাকবে।

লকডাউনের ব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, বিনা কারণে কাউকেই আমরা বের হতে দেব না। এছাড়া শহরের প্রতিটি প্রবেশ মুখ পুলিশের কঠোর নজরদারির মধ্যে থাকবে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো: সাইফুর রহমান জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল রবিবার এ হাসপাতালে করোনা সনাক্ত ১০৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৫ জন আইসি্ইউতে এবং ৮৮ জন করোনা ওয়াডে চিকিৎসাধীন রয়েছেন।