বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় জাতীয়তাবাদী মহিলা দল কেন্দীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ এর পক্ষ থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের চিকিৎসার জন্য ঔষধ ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমানের কাছে এসব ঔষধ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক একে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর শহর বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিনান, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রদলের বর্তমান সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মহিলা দলের কোন্দীয় নেত্রী চৌধুরী নায়াব ইউসুফের তত্ত্বাবধানে করোনা রোগীদের জন্য দুই ক্যাটন বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।