ফরিদপুর চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ ২০২১ এর শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে অমিকা ময়দানে অনুষ্ঠিত হয়। ফরিদপুর চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম সেবা, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক শামীম হক, ফরিদপুর চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পরিচালক সৈয়দ আলী আশরাফ পিয়ার,২০ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম, জিয়াউল হাসান মিঠু, শামসুল আলম চৌধুরী,
অনুষ্ঠানে উপস্থিত চেম্বার অফ কমার্সের সদস্য বৃন্দ, এবং সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ শাহজাহান।