ফরিদপুরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল চারটায় ফরিদপুরের কোমরপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বগুড়া থেকে বরিশাল গামী বিআরটিসি (ঢাকা মেট্রো-ঠ ১১-২১৫৪) বাসের সাথে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ব ৩১-৯৮৬৩) মুখোমুখি সংঘর্ষ হয় ।
ঘটনাস্থলে করিমপুর হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে নিহতদেরকে কে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ এবং গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে যান। এ সময় বিআরটিসি বাসের ড্রাইভার পালিয়ে যান।
নিহত একজন হলেন পথচারী ছবিরণনেসা (৫৫)। তিনি সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। আরেকজন প্রাইভেটকারের চালক মো. জাহিদ (৪২)। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের মালিক মো. জাহাঙ্গীর। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পরে ওই সড়কে দুই দিক থেকে যানজটের সৃষ্টি হয়। এরপর পুলিশ যানজট নিরসনে দ্রত পদক্ষেপ নেয়।
করিমপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, এ দুর্ঘটনার পরে দুটি গাড়িই সড়কের ওপরে পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেকার দিয়ে গাড়ি দুটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।